* সত্য,মিথ্যের দর্পিত সমাজে দাঁড়িয়ে আমি
   এটা বাস্তবতা,                  
   লক্ষ্যস্থির সত্য হলে,বক্ষস্থির মিথ্যে বলে    
   সেটা মানবতা।                        
   আজ চোখ তুলে থাকালেই দেখি, ভালবাসা  
   অর্থে রয় সুখ,                          
  কাজ যাই হউক,সংসার সামলাতে চাও          
   হও নষ্ট লোক ।                      
   মা,বাবার আদর্শে সন্তান,চাকরি নাই ত    
   অকর্মার ঢেকি,                    
  সততায়,ভাগ্যের চাকাটা ঘুরাবো কেমনে        
   সত্য যদি লেখি?                    
   পৃথিবীর মাটি,সুধের টাকায় পূর্ণ খাঁটি        
   আসলে তা ছল,                        
  সততা আদর্শে এই বহিঃবিশ্বে,অনাসৃষ্টি          
   তা ঈমানী বল।                          
   বীনা বাধায় জিতে গেছ,এ যে ভাগ্যের লীলা  
   তাতে নেই শান্তি,                        
   নিজে আগে হও ত্যাগী,হেরে গেলে নও রাগী  
   শির নতে ভ্রান্তি।                      
   হারতে হারতে একদিন ঠিক জিতে যাবে        
   এই ভদ্রলোক,                            
   সদা সত্য যে বলে,কভু না,মিথ্যের পথে চলে
   সে আদর্শ লোক।                
একালে,জীবন ত একটা যারা বলে,কর্মে          
   শুধু করো মাস্তি,                        
   অপারে আছে একটা কঠিন জীবন,ধর্মে        
   তাতে পাবে শাস্তি।                    
   জীবনের মাফকাঠি,মরণের পরিপাটি            
   ফল যদি চাও,                      
   সামনেই ক্ষতি,হয়তো শেষরাতি,নিজেকে    
   ঠিক করে নাও।                            
   যখন বেলা শেষে আঁধারের মাঝে ডুবন্ত  
   জীবনের রবি,                              
   তখন বুঝবে মশাই,খুঁজবে ফিরে লেখা          
   বলেছে কি কবি।


* ১৬ / ৬ মাত্রায় (অক্ষরবৃত্ত কবিতা)