* দুখের অনলে পুড়তে পুড়তে
     মানুষ হই রে খাঁটি,
  মানুষ মরিলে পচন ধরবে
    সৃজন যে তার মাটি।
স্ব-শিক্ষায় জ্ঞানী হও"বাছাধন
   অভাবে করোনা ভিক্ষা,
অধীক শক্ত, হও নিষ্পাপ মনে
   কাউকে দিও"না দীক্ষা।
পাথরের মত কঠিন হবেনা
   নরক ডাকিবে তবে,
মানুষের মত মানুষ তখনি
    ত্যাগ ধরিবে যবে।
আশার আলোয় জ্বলোক হৃদয়
    মানুষেরি মাঝে সুখ,
ফুলের মত হও, নবীন প্রবীন
     সুন্দরে ভরবে বুক।
**********---*********