(সনেট)
* জাগো হে জাতি,ভক্তিতে আমরা যে মাতি  
    ভাষার বৃত্তান্তে দিয়ে গেল যারা প্রাণ,
    মায়ের ঐ ভাষা,রাষ্ট্র ভাষা,বঙ্গ ভাষা        
     তা শহীদের রক্তে, সম অর্জিত দান।      
   জাগো হে জাতি শ্রদ্ধায় আমরা যে মাতি
    একুশে গানে, তরুণ তরুণীর প্রাণে
     চেতনায়,যাতনায় দেশের ঐ টানে।
  জাগো হে জাতি ভক্তিতে আমরা যে মাতি  


  যুগে যুগে বিপ্লবে, ভাষার ঐ গৌরবে          
     রক্ত জমাট অঙ্গে,জাগ্রত প্রাণ            
   তা শহীদের মর্মে বিজয়ের সে মান।          
স্বাধীনতা, শিক্ষালাভ যে ভালবাসায়            
   রক্তমাখা মিছিলে, মশালের ঐ রাতি  
চেতনায় হে জাতি জ্ঞানে জ্বালাও বাতি।