* শেষ বিকেলের সূর্যটা, গোধূলির লাল    
            আভা ছড়াচ্ছিল
  পথ পাড়ে রমনীরা হাটি পায়ে,          
         বাড়ির দিকে যাচ্ছিল।
এ যে আমার পল্লী মায়ের, লাবণ্যময়ী    
             খেলা অপরূপ,
যেখানে আমি ভালবাসার দৃষ্টি দিয়ে      
             বসে থাকি চুপ,                    
এ যে আমার পল্লী মায়ের, লাবণ্যময়ী    
               খেলা অপরূপ।
ধীরে, সবুজের তীরে আঁধার আসে        
           সন্ধ্যা নামার পর,
এখনি ফেরার সময়, পাখিরা যাচ্ছে ফিরে,    
             নিজ, নিজ ঘর।
আমি ফিরবো বলে, এই কোলাহলে      
          রাত্রি নেমে আসেনি।
তারা,মিটিমিটি ঝলে,ঝলসানো চাঁদ      
            কিছু কথা বলে
বিশাল আকাশটা আমার উপর      
            পুকুরঘাটে আমি,
স্মৃতিরা ডাকে আয়, এই পুকুর ঘাটে        
               আয় থামি।
  বেলা আর সময় দুটি বয়ে যাচ্ছে        
           ঘন্টার পর ঘন্টা ,
আমি ফিরবো বলে,এই কোলাহলে          
          রাত্রি নেমে আসেনি,
কাহার পিছুটানে, কিসের মায়াটানে        
            গৃহে যাবে মন্টা,
আমি যে পল্লী মায়ের গৃহত্যাগী ছেলে    
              পথে ছুটি তাই,
আমার আমিতে বড্ড উন্মাদ থাকি        
             কেহ আমার নাই।
    আমি যে উন্মাদ দিশেহারা              
       বসন্ত বন্ধনার কোকিল,
আমিই, সেই পল্লী মায়ের আকাশে          
          মুক্ত ডানার চিল।
এই পল্লী মায়ের রূপের বন্ধনায়      
           অশ্রুবারি ঢেলে,
একদিন আমি মৃত্যুপথে ঢলে যাবো        
            গৃহত্যাগী ছেলে।