"হায়. রে মানুষ"
--------------------------
* হায় রে মানুষ উড়াও ফানুস
বোঝো না দিক সঠিক উর্বশী,
কঠিন হাতের কোমল শিলাতে
খুঁজো না পূর্ণ রাতের শশী।
হায় রে মানুষ লোভে বেহুশ
জগতে শত্রু শত্রু খেলা,
যে প্রাণ বঞ্চিত হয়ে অপমান পেয়েছে
তার নামই অবহেলা।
হায় রে মানুষ, দাম্ভিকতায় মেয়ে তুমি
অহংকারের রাণী,
মেয়ে শুনো গো শুনো মানুষ হলে
বুঝবে আমার বাণী।
হায় রে মানুষ নিতান্তই উজ্জ্বল পোষাকে
ঢেকে যাচ্ছো নিজ অঙ্গ,
উপলদ্ধি করে কেউ কি পেয়েছো
আজ লজ্জায় ডুবন্ত বঙ্গ।
হায় রে মানুষ পাপ অনিষ্ঠে ভূ-পৃষ্ঠে
দেখছো সরষে ফুল,
আজ মানবতার ধর্ষণে, ইজ্জত হরণ
তবু সেটা ভাবছো না যে ভুল।
হায় রে মানুষ চোখে মুখে পট্টি বেঁধে
ঈর্ষায় গরীবকে করো বদ,
পাপের টাকায় রঙ তামাশায়
একদল নির্বিঘ্নে,
ব্যাপক ভাবে গিলছে দেখো মদ।
হায় রে মানুষ ধর্মের সত্য কথনে
তোমাদের চক্ষু কখন খুলবে,
যখন নিজের পায়ের মাটির তলায়
তা অভিশপ্তের আগুন জ্বলবে।
নিশ্চয় একদিন অনুসূচনায় অনুতপ্তে
মুক্তি চেয়ে ক্ষমা চাহিবে মানুষ!
নিজ দোষ, ভুল ত্রুটিটার কথা বলবে?
হায় রে মানুষ, হায় রে মানুষ
আর উড়াও না পাপের ফানুস
হায় রে মানুষ হায় রে মানুষ
এবার ত হও সাবধানতায় একটু হুশ।
     হায় রে.....মানুষ!


    - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)                 ....................××...................