* কত দেখি দিন যায় রাত আসে
   ঘুরে ফিরে বারো মাসে
   যে দিনটা চলে যায়
   সে দিন কি ফিরে আসে?
   কালে কালে যুগ আসে
   হারানো ক্যানভাসে
   তোমার আমার প্রেম ভাসে
   সর্বদা প্যাচকলে প্রজ্ঞাপন হয় জারি,
   আজ আমি আছি আমার মত
   দিন যায় অবিরত,
   তবু আমি তোমাকে,ভুলতে কি পারি।
   সময়ের স্মৃতিগুলো আজ দিব বেছে
   অসময়ে রিয়া রিয়া শুধু বলে গেছে
   কভু সে কি মোরে ভালোবাসি
   বলিয়াছে আজ,
   না,না,সে একা পথে চলেছে?
   ফের অভিমানী করেছে
   তবে আমি বলি কি শুনো না রিয়া
   তুমি ফিরে এসো, হয়ে রকমারি সাজ।
   ঠিক আমি দাঁড়িয়ে আছি সেই সে পথে
   ভালবাসা বলিদানে ভুবনে পেলে দিয়ে
   জিবনের পথে চেনা জানা সব কাজ।