* আমার ভিতর বাহিরে নির্বাসিত ছিলে তুমি
ওগো অরণ্য প্রেমের গহীনে
রাত জাগানো পাখি,
তুমি আমার কত স্বপ্ন নিঃসৃত করে
ক্রন্দনে ক্রন্দনে অশ্রু ঝরিয়ে
সিক্ত করিলে আঁখি।
হে আমার জিবনে উজাড় করে আসা
প্রেম জাগানো পাখি।
আজ তুমি মুক্ত হয়ে স্বপ্ন নীলিমায়
আমার চলমান জিবন থেকে
বাস্তবরূপে অনেকাংশ দূরে।
তবে হ্যা স্বাধীনযুক্ত আবেগ নিয়ে
নীলম্বরে স্বপ্ন লয়ে
তুমি কোন সে ঠিকানায় দিচ্ছো পাড়ি,
ভুলে গিয়ে আমার বাড়ি।
হে প্রেম জাগানো আমার পাখি
ভালবাসার মায়াতে তোমায় ডাকি।
তুমুল ক্লান্তিতে নির্জন নগরে
তুমি ফিরে এসো
এই আমার হৃদ মাঝারে একা,
আমি ভুলিতে গিয়ে কষ্ট, ব্যথা
লাল, নীল ক্ষতে স্মৃতির ক্যানভাসে
বার বার তোমার পাই দেখা,
হে আমার প্রেম জাগানো পাখি
তুমি কোন এক অবেলায়
আমাকে
থাক লাগিয়ে ফিরে এসো
অলৌকিকতার দানে।


..... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....