হিসাবের খতিয়ান
--------------------------------


* শুনি গুড়ো গুড়ো শব্দে কম্পিত গগন
জলাধী ভাষার গান,
বাতায়নে বৃক্ষরাজি করছে আজি
হিসাবের খতিয়ান।
দেখি বাতায়নে বৃক্ষ পাতার বৃষ্টি শুরু
নানান পাতা ঝরছে গুরু
আমার শিরের পরে,
আছি খোলা গগনের নিচে গো দাঁড়িয়ে
আশার অবনী ধরে।
একি নাদুস নুদুস কুকুর ছানা
যেন কুকুর ত নই
এক বিড়াল ছানা।
আমার পাশেই ঘুরে?
খতিয়ানে খতিয়ানে মিললো না হিসাব।
সময়ের পাতা জুড়ে।
এবার উড়ো উড়ো মৌন লয়ে
হারানো সব সময় ক্ষয়ে
দিচ্ছি মাশুল গুনে,
সেদিন স্বাধীন সীমা পেরিয়েছি কতনা
মুরুব্বিয়ানের কথা না শুনে।
আজ হারিয়ে হারিয়ে ভবিষ্যৎ আমার
সর্ব পুড়ে ছাই ,
তবে কেমন করে খতিয়ানের ঘরে
হিসাবটা আমি চাই ,
জানি শুন্য দিয়ে শুন্য কষলে অবশিষ্ট
শুন্যই থেকে যাই।


    ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......