♦হতে চাই গো আস্তিক♦
----------------------------------------


* প্রভু কাঁদিতে কাঁদিতে মার্জনা করি
পাই গো যেন তোমার বাণী,
হঠাৎ চলিতে ফিরিতে হোচট খেলে
ইন্নালীল্লা মুখে আনি।
প্রভু সর্ব ব্যথা আছে যেথা
আরও দাও গো
অধিক করে মোর পানে,
ইচ্ছা যেন বলতে পারে আমায়
ধৈর্য ধরিও তুমি কবি
প্রভুর প্রেমে ভক্তিমানে।
কর্ম শুরু করার আগে ভুলে গিয়ে
যদি না বলি বিসমিল্লাহ ,
তবে মোর অন্তরেতে জং ধরিবে
আত্মা পাবে গো
মাশুলে উসলে ভুল কেল্লা।
প্রভু আজি তোমার জ্ঞানে যতই পড়ি
দীক্ষার সমাজে বিদ্যা গড়ি
সালাত যদি না হবে আদায়,
তবে তোমার জেলে বন্ধি হব সেদিন
ধরিত্রী ছেড়ে নিয়ে বিদায়।
প্রভু গুরুজনদের গুরু তিনি প্রিয় নবী
যেন হযরতের ঐ পথে যাই,
আমি পাথর হৃদে রক্ত খিদে লয়ে
শহিদী হয়ে মৃত্যু চাই।
প্রভু নাফরমানি চাই না কভু
চাই না হতে নাস্তিক,
আজি সতত আরধনায় মগ্ন সাধনায়
হতে চাই গো আস্তিক।


   ...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......