তুমি চাইলে,তোমার পরিক্ষায়,মালিক
আমি উর্ত্তীন,হতে পারি,
তুমি চাইলে,সহজ,সরল,কর্মগুলো ও
হয়ে যেতে পারে ভারি।
তুমি চাইলে,কঠিন,কঠিন,কর্মগুলোও
হয়ে যেতে পারে হাল্কা,
যেমন করে আকাশ হতে জমিনের দিকে
ধেয়ে আসে সব,উল্কা।
তুমি চাইলে,নম্র,ভদ্রতায়,পবিত্র,মনন
নব আঙ্গিকে,হবে সাধ্য,
তুমি চাইলে,যেকোনো সৃষ্টি,যখন,তখন
পরিবর্তন হতে,বাধ্য।
তুমি চাইলে,আমার এই,ক্ষুদ্র জীবন
আলোকিত হয়ে যাবে,
তোমার রহমতে,তোমার সেই,ভালোবাসা
ভিন্ন রূপে,নতুন করে পাবে!
তুমি চাইলে,তোমার পরিক্ষায়,মালিক
আমি উর্ত্তীন,হতে পারি,
তুমি মালিক,তুমি রহমান,তোমায় পেতে
এই,দীর্ঘশ্বাঃসটা'ই ছাড়ি।