* আমি চক্ষু কপাট,খুলিয়া দেখি
   কানের পুকা,নাড়িয়ে লেখি,
   শুনি,সুন্দরী তোমার আওয়াজ,
   রুপসী গায়ে,নুপুর পায়ে
   তোমার,একলা হাটার রেওয়াজ।
   বকুল কুড়াতে বকুল তলায়
   কত যে তুমি আসতে,
   তুমি ব্যাগ কাধে,উদাসি বাঁধে
   আমায় ভালবাসতে।
   পুষ্প মালা হাতে লয়ে,আর
   এখন তুমি আসো না,
   আজ স্কুল ছাড়িয়া,কলেজে তুমি
   বুঝি,
  আর আমায় ভালবাসো না?
  আহা,কতদিন দেখিনা তোমায়
  স্কুলের মাঠের পাশে,
  সেই রজনী,কত সেঁজেছিল সজনী
  তা এখন কোথায় আছে ?
  সময় গেছে,নিত্য তালে হারিয়ে
  আজ,তুমি আর আমি দূরে,
  তোমার জন্য জোছনা হাসে না আর
  আমার আকাশ জুড়ে।
  জানি,এখন ও তুমি আমারি আছো
  ঠিক হয়ে গো অভিমানী,
  আমারে তুমি কত যে ভালবাসো সুন্দরী
  তা জানি গো আমি জানি।


     August 27/ 2017 ইং