কিছু পাওয়ার লোভ মানুষকে উন্মাদ বানিয়ে দেয়
আমার এত কম কেনো,আরও চাই,
এই আরও চাই,স্বভাবটাই
মানুষকে মানসিক ভাবে বিপর্যয় করে তুলে
যে যার অবস্থান নিয়ে কোনো সুখী হতে পারেনা ?
আমার কোনো ভাবেই মনে হয়না
সৃষ্টিকর্তার চেয়ে কেউ আমাদের কে বেশী ভালবাসে!
সৃষ্টিকর্তা জানেন,কতটুকু দিলে আমাদের চলবে
ঠিক ততটুকুই,তিনি আমাদের দিয়ে থাকেন।
আর আমরা বুঝি,
অমুকের এটা আছে সেটা আছে,আমার কোনো নাই,
অথচ, অমুকের দুঃখ কষ্ট আমার চেয়ে বেশি
সৃষ্টিকর্তা যেনো আমাকে এতটা দুঃখ না দেয়,
আশ্চর্য, অমুকের চেয়ে ভালো পর্যায়ে যাওয়ার
কামনা বাসনা অন্তরে লালিত হয়,
কিন্তু, অমুকের চেয়ে দুঃখ কষ্টে বেশী থাকতে
আমরা কেউ আশা করি না,
বিষয়টা কেমন স্বার্থপরতার মত হয়ে গেলো না?
আমরা মানবজাতির বেশীর ভাগ লোক
স্বার্থপর হয়ে থাকি,আমরা ত্যাগের বাণী শুনায়
অথচ ত্যাগী হতে চাই না!
আমরা ধর্মের বাণী শুনায়
অথচ মানুষের মত মানুষ হতে চাই না
কিছু পাওয়ার লোভ মানুষকে উন্মাদ বানিয়ে দেয়
পুরনো একটা প্রবাদ আছে,
লোভে পাপ,আর পাপে মৃত্যু
আমরা জানি,কিন্তু মানি না
মানুষের ভিতরের ও একটা পশু থাকে
তাকে আমরা,জবাই করিতে জানি না
আমরা জানি,কিন্তু মানি না!
মানুষের মত মানুষ হতে টাকা পয়সা লাগে না
আমাদের অন্তরে আজও কেনো
মানুষ হতে অনুসূচনা জাগে না?
কিছু পাওয়ার লোভ মানুষকে উন্মাদ বানিয়ে দেয়
মরিচীকার প্রলেপের মত জং ধরে ধরে।