* আমার পেন্সিলে আঁকা প্রেম কাহিনী
    অবহেলার রাবার ব্রাশের মতন,
       কভু ভুলটা মুছে ফেলা নই ?
  আজ সদ্যকৃত জিবন অচল আমার
       বিশ্বাসে নিশ্বাসে ভয়।
অল্পতে গল্পতে আশার দিগন্তপ্রসারে
        ইচ্ছামতীর আশা,
কাচের টুকরোর মত স্বপ্ন আমার
     ভেংঙ্গে ছুড়ে সর্বনাশা।
অবেলার সুর আজ তিক্ত গলে
        বাতায়নে মিশে,
ফাল্গুনে প্রেমবনে তুমি ছাড়া আমি
       মরণের নীল বিষে।
মর্মরে গুঞ্জরে আজ কত প্রেম মরে গেছে
    মিথ্যের সজ্জিত পাতায়,
আক্ষেপে আক্রোশে গ্লানি টানে মন
      হিসাবের গড়া খাতায়।
সতত হে অনুভূতি লাভের নই
মৌলিক চাহিদায় নিজের ক্ষতি,
        ইচ্ছামতীর আশায়,
আর কতকাল ব্যর্থ হবে প্রেম জগতে
       পবিত্র ভালবাসায়।