মহাপাপ থেকে,আমি যাহা করিয়াছি ভুল
না তা আমি অস্বীকার করিবো জীবনে ,
না তা আমি মেনে নিবো জীবনে,একচুল!
ভুল যা,তা বরাবরি ভুল,হবেনা তা,ঠিক
ভুল কখনো,
মানুষকে দেখায়নি,ভালো কাজের দিক।
ভুল থেকে যে,বরাবর,নিয়ে নেয় শিক্ষা,
সেই হয়ে থাকে,প্রকৃত অর্থে,খুব জ্ঞানী,
ভুলের উপর যে,চিরকাল,অবিচল থাকে
সে হয় শয়তান,
সমাজে,অর্থবৃত্তে যতই হউক সে,মহাজনি
ভুল থেকে যে,বরাবর,নিয়ে নেয় শিক্ষা,
সেই হয়ে থাকে,প্রকৃত অর্থে,খুব জ্ঞানী।
মহাপাপ থেকে,মহাপাপীর আবির্ভাব হয়
একমাত্র,অনুশোচনা,রুখতে পারে পাপ
সৃষ্টির নগণ্যতম মানব হয়ে,স্রষ্টার কাছে
তাই,বার বার চেয়ে যাই,অনুতপ্তে মাফ!
একমাত্র,অনুশোচনা,রুখতে পারে পাপ।
ভুল'কে আমি ভুল বলিবো,হবেনা তা ঠিক
সত্যের উপর চিরকালব্যাপী,থাকতে চাই
প্রভু,দেখাইও মোরে,সঠিক পথের দিক,
ভুল'কে আমি ভুল বলিবো,হবেনা তা ঠিক।