* ভালবাসি বলে যাই,যাই,যাই চলে যাই  
      বসন্ত বন্ধনায়,আকাশ,বাতাস,ধরণী,  
    জীবনের আঁধারে,কল্পনার বন বাদরে      
  সেই তোমাকেই চেয়েছিলাম আমি,তরুণী।
  ভালবাসি বলে যাই, যাই, যাই চলে যাই
  আকাশ-দরিয়া উতাল পাতাল চেনা সুরে
  অবগুণ্ঠনে ঢাকা চাঁদ, জানি না কত দূরে...
  যাই,যাই চলে যাই, ভালবাসি বলে যাই,    
  মম ব্যর্থ প্রাণ,কাঁদে হায়,গ্লানি টেনে পাই
    তাহার পিছুটানে জেদি ভারি মন নাই।  
  ওগো জীবন দ্বারে,পদ্ম পুষ্প হস্তে রমণী
তুমি যে স্বপ্নে বিরাগ,সে স্বর্গ সুখ কামিনী  
ওগো জীবন দ্বারে পদ্ম পুষ্প হস্তে রমণী?
  তুঙ্গ তরঙ্গ নাচে পাপ,অর্ধ উলঙ্গে রাত্রি  
কাণ্ডারি পথে দিশা,আমি মত্ত্ব স্ফুলিঙ্গে যাত্রি।
  ওরে যাই,যাই বলে যাই,সুন্দরে ধরণী  
হৃদয় নিলো লুণ্ঠিত ছলে,কুঞ্জিত রমণী।
   আজ বসন্ত বন্ধনায়,মুখরিত ধরণী    
তাহার মাঝে কুৎসিত আমি,বলে রমণী।    
  তবু আমি বলে যাই, ভালবাসি ফিরে আয়!