* শুনি আজিকার কান্না কাফের ত ধর্মহীন
  আমরা মুক্তি চাই,এসো ভাই,এসো প্রবীন
   শিশুর মাথায় বন্দুক ঠেকায় ওরা কারা ?
   বিশ্ব মুসলিম নির্যাতিত যাদের কব্জায়  
ওরা যে হায়না,কর্মে মানুষ বলা যায় না  
রক্ত স্নানের হলি উৎসবে জালীম তারা।
তাদের কাম্য,ধ্বংসাত্মক সেই দুঃশাসন  
বিশ্ব মুসলিম রোধে, চাই ওরা নির্বাসন।  
আমরা চাই শান্তি,ঐক্য,সাম্য,শৃঙ্খলা সংঙ্গে    
ওরা চাই ভ্রান্তি,ধ্বংস কাম্য রিরোধীতা রঙ্গে।
  আমরা চাই, সর্ব জাতীর সুখের শহর      
কিন্তু ওরা যে চাই অগ্নিতে জ্বলুক প্রহর।  
আমরা চাই না যুদ্ধ,তবু কেন ওরা ক্ষুদ্ধ  
কেন ভন্ডামী,কেন ঈর্ষান্বিত,কেন ভীরুতা?
  কি চাই ওরা,নষ্ট করতে বিশ্বের জড়তা।
আমরা চাই না বলে,এ ধ্বংসাত্মক খেলা  
ভাবিস না এভাবে চলে যাবে,তদের বেলা।
  আমরা ত লড়বো,শহীদি হয়েই মরবো  
  সেই লগ্নে, সময় যখন হবে নিত্যদিনে
একদিন হবে সত্যের বিজয়,সন্ধ্যা কোণে।