মনের ভাণ্ডার খুলে,যত কথাই লিখি
প্রভুর গুণগান,তবু,হবে কম,
এই ক্ষুদ্র জীবনে,কতটুকু করেছি পূর্ণ
পুড়িয়ে যাচ্ছে,নিজের দম।
চাইলে কি রুখা যায়,নিজের চলন গতি?
ভুলে ভুলে,হচ্ছে সবি শেষ,
পাইলে কি রাখা যায়,নিজ ভাগ্য ক্ষতি
পূব আকাশে,জীবন্ত রবি বেশ।
জ্ঞানের ভাণ্ডার খুলে,যত কথাই বলি
প্রভুর গুণগান,হবে জানি অল্প,
এই জীবনের,আঁকে বাঁকে ছুটে চলি
একদিন,শেষ হবে,জীবনের গল্প।
ধরার হিসেব সবি বুঝি,বেঁধে নাও আঁটি
হিসেবের পাল্লা ভারি,
ওপারে'একটা,জীবন আছে,হয়েছো খাঁটি?
দিতে হবে তো'পাড়ি!
ধরার যত কালি আছে,তা দিয়ে লিখলেও
প্রভুর গুণগান,জানি,তবু হবে কম!