যাচ্ছি ত যাচ্ছি দু চোখ যেদিকে যাই সেদিকে যাচ্ছি
কিন্তু আশ্চর্যের ব্যপার হল চারিপাশ অশান্ত
কিছু খুঁজে নাহি পাচ্ছি, যাচ্ছি ত যাচ্ছি অজানা তরে।
হঠাৎ এগিয়ে যাচ্ছি,আকাশ মাটির কাছে পাচ্ছি
  আর একটু এগিয়ে গেলেই তা ষৌল আনা ফাঁকি!
ভালবাসা বাতাসে ওড়ানো ফানুস,সীমান্ত নাকি?
যাচ্ছি ত যাচ্ছি,এবার কানন,গিরির মাঠ পাচ্ছি  
সেথায় কিচিরমিচির পাখির সুর,কি মধুর।
যাচ্ছি ত যাচ্ছি এবার শান্ত কোকিলের সুর পাচ্ছি  
বাংলায় যে এসেছে বসন্ত, ফুলের সুভাষ পাচ্ছি
যাচ্ছি ত যাচ্ছি দুচোখ যেদিকে যাই সেদিকে যাচ্ছি।
আমি যে মুক্ত স্বাধীন সারাবেলা জেগে জেগে ওঠি
আমার আমিতে বড্ড পাগল গ্রীষ্ম.. হেমন্ত ছুটি।
তাই অনুসন্ধানে যাচ্ছি ত যাচ্ছি নৈঃশব্দকে ছুঁতে পাচ্ছি।
যাচ্ছি ত যাচ্ছি,ঐ রমণীর স্মৃতি পথধারে পাচ্ছি
তবু আর পিছুটানে থামবো না জীবনের যুদ্ধে,
আমার নিঃশ্বাসে ঘাম ঝরে অবহেলা আর ক্রুদ্ধে।  
পিছুটানে আর থামবো না ঠিক মরণের আগে,  
আমার ও মন ছিলো, তাতে প্রেম প্রেম ইচ্ছে জাগে।
আর ফিরবো না বলে অজানা তরে যাচ্ছি ত যাচ্ছি  
ত্যাগের মহিমায় ত্যাগ সুখ মানুষের আঘাতে পাচ্ছি।  
তাই যাচ্ছি ত যাচ্ছি বিদায়ী সে পথপার্শ্বে যাচ্ছি।