পিঁছন ফিরে আর,থাকাতে চাই না আমি
কেননা,আমার অতীত জীবনে আছে
ভয়ার্ত অন্ধকারের এক গলি,
এখন,সবকিছু ভুলে,
আমি ভালো মানুষ হতে
আল্লাহ এবং উনার রাসূলের পথে চলি!
আমার অতীত কেউ জানতে এসো না
জানলে,তোমার হৃদয় হবে ক্ষত,
আমি কখনোই বলবো না
আমি ভালো মানুষ ছিলাম,
আমি বলবো,আমি ছিলাম,
শয়তানের ছোঁড়া তীরে,আহত
আমার অতীত কেউ জানতে এসো না
জানলে,তোমার হৃদয় হবে ক্ষত।
পিঁছন ফিরে আর,থাকাতে চাই না আমি
ভুলে গেছি সেইদিন
পশুর মতো আচরণ ছিলো যখন
সবকিছু ভুলে,
মানুষের মতো মানুষ হতে
সন্ন্যাসী বেশে,রাজপথে আছি এখন!
পিঁছন ফিরে আর,থাকাতে চাই না
কারণ,
আগের চেয়ে,এখনের জীবন দামী
নফসের সাথে,জিহাদ করে বাঁচতে চায়
ভালো মানুষ রূপে,আমি।