* জীবন মানেই বাস্তবতার বহুবিধ তুলাদণ্ড
       প্রনয়ের সেই ব্যর্থতার কথা,
      চলমান পথান্তরে কষ্টদায়ক!
জীবন চলার সেই স্মৃতির পাড়ে
       লঘু হাস্যে চরিত্রে দেখি,
আবেগ প্রবনে আমিই নাকি প্রধান নায়ক?
অনুভবে উন্মোচিত হয়ে পদার্পণ আমার
জীবনের অভ্যুদয়ে প্ররোচনায় ভুলে গিয়ে
পূণরাবৃত্তিতে এক স্বপ্নিল ভবিষ্যৎ এর মৃত্যু!
খুলে গেল স্ফটিক রৌদ্রের ঝলমল
    জানি জীবন মানেই কষ্টদায়ক।
তাতে কেবল নীলাভ চোখের তারায়
       অশ্রুরা করে টলমল !
পৃথিবীর চারপাশ পিপাসার ক্ষোভে
   পাথেয় সন্ধানে তালাশ করি যৌবন
মৌন নিবেদন, কামনার মত্ত্ব লোভে।
নিমিষেই নাহি ঠাঁই, অবিচল অন্ধকারে
          জীবন পুড়ে ছাই,
ভাঙ্গা হাটে ভেজা মাঠে যদিও আমি
        শশ্মান খুঁজে পাই।
আজ পথে পথে বিস্ময় নিরুদ্দেশে অবক্ষয়
     তবু ত্যাগে খুঁজে চলি শান্তি,
মানুষের সভ্যতা ক্রমশই মর্মে করে ক্লান্তি।
    আজ অমূল্য জীবনের পথচলা,
তুচ্ছ জ্ঞানে ফের একটাই কথা বলে
       জীবন মানেই কষ্টদায়ক।


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......