- জগতে থাকুক আমার আহত শরীর
           ব্যর্থতার আধাঁরে,
   করুণ বেদনার্ত, তোমারি অবহেলায়      
            ছিন্ন মূলে বাঁধারে।        
  ডাকুক আমারে নিহত প্রেম অবসরে
            বসন্তের বেলায়,                  
চুপিসারে,ভালবাসায় অস্তিত্ব আমার      
         প্রণয়ের ব্যর্থ খেলায়।              
ধ্রুপদী পিপাসাযুক্ত পৃথক ভ্রমনেই    
         ভালবাসা হয়ে যায়,              
   ইতিহাসে, পুরনো দাসত্বের শ্রমিক!            
প্রকৃতির নিপুণ ভঙ্গিতে ক্ষতি নিয়েই
         বিন্যাসে, কারুকাজ,                
ঈর্ষার আকাশে, হয়ে অসীম দিগন্তে তা
           নিষ্ঠাবান প্রেমিক।
গঠন প্রণালীর নির্ভূল মানবিকের      
           চলন্ত কবিতায়  
জীবন যাপনের বিদ্রোহী কণ্ঠে আমার    
            নিপুণ সন্ধানী                
         স্মৃতিদের পাতায়।
স্লোগানে স্লোগানে বিনীত রাজনীতি করি        
         মেয়ের কালো চোখে,          
  ক্রমশই ভূলবশত মেয়ের নিয়তি              
           এ কষ্ট ব্যথা বুকে।                  
তবু জানি এর ছায়া কবিতায় হবেনা
           মায়াবলের পুষ্ট,        
বয়ঃসন্ধিকালে হঠাৎ এলো, প্রেমপ্রীতি      
          জীবন বৃথা তুষ্ট।