অনেক বুদ্ধি খরিদ করে,বুঝলাম
জীবনের কোনো মানে নেই,
স্রষ্টার বিধি বিধান,মান্য করা ছাড়া!
জীবনচক্র এক,গোলকধাঁধার মত
সকল সৃষ্টির বিরাজ,এর ভিতরে।
আর,
স্রষ্টা,তিনি সকল উৎসের ঊর্ধ্বে!
তিনি,মহা পরিক্রমাশীল,দয়াবান
আর,আমরা
মানব জাতি,পাপ সাগরে ডুবন্ত
তবু আমরা,লজ্জিত হয়না
ক্ষমা চাই না,স্রষ্টার কাছে একান্ত।
সত্য সবার,জানতে হবে,বুঝতে হবে
মানতে হবে,তিনিই মহারাজা!
ভুল করিলে,পাপ করিলে,পেতেই হবে
উনার,বিধান,মেনে,সাজা।
সত্য সবার,জানতে হবে,বুঝতে হবে
মানতে হবে,তিনিই মহারাজা!