* যে কান্না দিয়ে হয় পৃথিবীতে পদার্পণ
        সকল মানব শিশু,
তখন জাত বেজাতে বুঝে না সে কে
        অনুসারী কার.                    
        মুহাম্মদ না, যিশু?
যে নয়নে প্রথম আলো দেখা হল
      সকল মানব সৃষ্টির,
তখন কেহ বাচ্চা বলিয়া জানতো না যে      
     কতটা দাম আছে
   এই জগত দেখা দৃষ্টির।
যে মুখ দিয়ে প্রথম আওয়াজ এলো
      চির ধৈন্য ভাষায়
  বাংলা,আরবি বা হিন্দী,
তখন মর্মে ছিলো না জানা কাহারো
   কাকে বলে উচ্চারণে
   চেষ্টা,ফিকির বা ফন্দী।
খোলা আকাশের দিকে থাকিয়ে কেঁদেছিল সবাই                                            
     না বুঝে মালিক কভু,
এখন বুঝিতে বুঝিতে আপন স্বার্থ খুঁজিতে
       নব পরিচয়ে
বীণাপাণী বাণী প্রাণ-ধারায়
মানব তোমারে ভুলিয়াছে প্রভু।
মত্ত্ব মাতালে শূন্য কফিন হাতে
   যমদূত এলেই ক্ষতি,
বুঝবে যে তখন বদ্ধ শ্বাসে মৃত্যু আসিলে      
   অবিদ্যা-নাশী চির বিদায়ে
       শক্তি ইন্দ্র,তেজে
প্রভু তুমি ছাড়া নাই একালে পরকালে
    কোথাও কাহারো গতি!
মত্ত্ব মাতালে শূন্য কফিন হাতে
     যমদূত এলেই ক্ষতি।