* আমার জন্ম হয়েছিল ভরপুর অসুখে  
        শৈশবকাল হতে বিমর্ষ আমি,
       রক্তচাপে স্নায়ুগত রোগী হয়ে!  
  পৃথিবীতে বিমূঢ় স্বভাবের মানুষ আমি  
আমি হাসতে শিখেছি বেদনাকে আড়াল করে
   তাতে যদি দুখের শ্লোক একটু কমে।
আমার জন্ম হয়েছে ভরপুর অসুখে        
এখন ও ব্যাধিজনিত রোগ আমার সংঙ্গী!  
   হয়ে মস্তিষ্কহীনায় অস্বাভাবিক রোগী?
আজ আমার গাত্র জুড়ে কাঁপুনির ঢেউ
     মেরুদণ্ডের হাড়, পাশায় চলছে    
       অভিনব ক্যালসিয়ামে ক্ষয়,
আত্মবিশ্বাসী শূন্যতাকে কাজে লাগিয়ে      
          ধৈর্য আমার রুগ্নতাকে            
            করবে বুঝি জয়।
       সেই রুগ্নতাকে সাথে করে          
    হেটে যাবো আমি আর কতকাল?            
এবার ত হউক আমাদের ব্রেক আপ,  
ডাক্তার মশাই থ্রিওরি খুঁজে ব্যবস্থা নিচ্ছে  
        করতে আমার চেক আপ।            
সেই শৈশবকাল থেকে বিমর্ষ আমি      
   এবার মুক্তি চেয়ে প্রভূর দরবারে    
         রুগ্নতার কাছে পাঠিয়েছি ,      
          চিঠিপত্র ব্রেক আপ!              
এবার ত হউক রুগ্নতার প্রেম থেকে            
        চিরতরে আমার ছুটি।    
  
     - মুহাম্মদ  জে.এইচ (রপ্পি)              
স্থান :-সফররত এলাকা,ফরিদপুর।    
    তারিখ :- ০৫/১২/২০১৭ইং