"জনতা বলির পাঠা"
-------------------------------


মানুষ বলিয়া উচ্চারণে,কে ভেবেছে তাদের
     তারা ত বলির পাঠা
তাদের নিয়ে তুমি খেলছো স্বদেশ
   আজ গণতন্ত্র সাদামাঠা।
মৃত্যু কাঁপানো দুর্বার ঝড়ে রাজপথে হয়
বিঘ্নিত প্রাণে স্ব-হৃদয়ে
জনতার রক্তক্ষরণ,
মাঠে ময়দানে জনতার জোয়ার
অশুভ আত্মার পদতলে
নির্বিঘ্নে,জনতার হয় মরণ।
তুমি আর কতকাল থাকিয়ে থাকবে স্বদেশ
হায়না শুকুনের থাবায়,
চারদিকে উদ্দাম, উত্তাল,জনতার দুর্জয় গর্জন
তাতেও সুবিধাবাদীরা পলিটিক্সে
ব্যাপক মাংস কিমা চাবায়।
তুমি যদি ব্যর্থ হও স্বদেশ
তবে জনতার কি হবে?
শিক্ষা, সাস্থ্য, ঔষধাদি শিল্প বা খেলাধুলায়
তাতে ও বোধহয় স্বার্থহীনতাই রবে।
তুমি যদি ব্যর্থ হও স্বদেশ
তবে সাহিত্য কবিদের কি হবে?
উদ্যত সারি সারি জনতার স্রোত
রাজপথে মরছে কেবলি নির্দ্বিধায়
বীরত্বে বহু প্রাণ
হয়তো কারনটা বিশ্লেষণ মর্ম করে
জানে মৃত্যুর দূত।
আজ সাক্ষী আছে মৃত্যুর দূত
সাক্ষী তুমিও স্বদেশ,
একদিন সুবিধাবাদীদের হবেই পরাজয়!
জনতার নির্মমতায় প্রকাশ হয়ে
এটাই থাকবে হয়ে সততার আদেশ।
জানি একদিন সুবিধাবাদী জোট চুরদের
কঠিন হতে কঠোর শাস্তি হবে
ন্যায়পরতা বিধাতার আদালতে।
জেনে রেখো জনতা
সেদিন তোমরা নিশ্চয় বিচার পাবে
অন্তত এখন কষ্ট ব্যাথা বুকে চেপে রাখো
বিশ্বাসমতে সেই বিশেষ দিনটির
আনন্দঘন মুহূর্ত উপেক্ষা করে
সমঅধিকার আয়োজনের পথটা ধরে
এক সাফল্য গাঁথা খন্ড,
হে কবি তুমি আজ চুপ যাও
লিখো না আর সমবেদনা                        
স্ব-হৃদয়ে তোমার খাতায়।
সেই দিনটির হয়ে তুলাদণ্ড!
হে কবি তুমি আজ চুপ যাও?



    - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
..................××..................