কে গো তুমি মূর্ত পথিকার মেয়ে
আছো বুকের গহীনে ভাস্কর্যের মত দাঁড়িয়ে!
অপলকে দৃষ্টিগোচর পথ চেয়ে
কে তুমি মূর্ত পথিকার মেয়ে?
কে গো তুমি প্রেম যমুনার বিশাল বিস্তৃত
ধূসর অন্ধকারের ঢেউ,
হৃদয়ে আমার জ্বলছে দাবানলের আগুন
নিভিয়ে দে না রে..কেউ।
হঠাৎ কল কল শব্দে শুনি যে আমি
ধ্বনিতে মুখরিত বিশাল অট্টহাসি,
প্রতারক অবিশ্বাসের অনুভূতি যদি
ক্রমশই ভুল করে বলে পেলে
ফেরারি মন নিয়ে,
ওগো মেয়ে তোমায় ভালবাসি।
তবে কি হবে মোর মার্জনীয় অপরাধ
আয়োজনে,গলে বিরহ সাজানো ফাঁসি?
তবে কি হবে মোর মার্জনীয় অপরাধ
নির্ভয়ে বলা ওগো মেয়ে
তোমায় ভালবাসি।
কে গো তুমি মূর্ত পথিকার মেয়ে
তোমার শরীরে আমার অস্তিত্বের কেন্দ্রবিন্দু
দেখো না গো একটিবার ফিরে চেয়ে
কে গো তুমি মূর্ত পথিকার মেয়ে?