অনন্তকাল চাই না আমি,চাই না,জীবনভর
বাঁচিতে চাই না,আয়ূর শীর্ষে,
খানিক সময় বাঁচিতে চাই,মানুষ হয়ে
বৃহত্তর,এই,বহিঃবিশ্বে।
মানুষের মত মানুষ হতে,সবার আগে
ইচ্ছে লাগে,ধৈর্য লাগে,
আরও লাগে শক্তি,
মানুষের মত মানুষ হতে,আরাধনা লাগে
আরও প্রভুর,ভক্তি।
নম্রতা,ভদ্রতা,আচরণ,করিতে হবে ঠিক
যদি হতে চাও মানুষ,
কাহারো দুঃখ,কষ্ট দেখে হাসা যাবে না,
বৃহত্তর পৃথিবীর,এই পাপের রঙ্গমঞ্চে
উড়ানো যাবে না ফানুস!
আমরা সবাই নামের মানুষ
কাজের মানুষ না,
হে'প্রভু,মানুষের মত মানুষ বানাও,আমাদের
অমানবিক,বা পশু,বানিও না!


-অভিযাত্রিক ২০২৪