কেউ জানেনা,অমৃত্যু লড়াই করে বাঁচে    
       স্বার্থপরের মত কিছু মানুষ!
       কি গভীর দীর্ঘশ্বাঃস নিয়ে
           ছুটে চলে নিতান্তই,
  মুখের কোণে থাকে এক চিলতে হাসি।
  কেনো বিষন্নভরা,মন নিয়ে তারা হাসে
     কেনো নিজের কথা না ভাবিয়া
         সদা,অন্যকে ভালবাসে,
   কেউ জানেনা,কেনো তারা স্বার্থপর?
   মানুষের বুকে এত দীর্ঘশ্বাঃস থাকলে
         মানুষ বাঁচেনা বেশীদিন!
   অথচ,তারা আমার মত বেঁচে আছে
         বুকে নিয়ে কষ্টের পাহাড়!
   ধূসর মরুভূমির,বালির মত"উড়ন্ত
           আমাদের জীবন,        
অবহেলা গিলে নেয়,চোরাবালির মতন।
            কেউ জানেনা,
       অমৃত্যু লড়াই করে বাঁচে    
  আমার মত স্বার্থপর কিছু মানুষ!