-কি অদ্ভুত, পিপীলিকা দল বেঁধে চলে
নিয়মের তাল রেখে,
আমি আজও এভাবে চলতে পারি না
অধীর আগ্রহ থেকে।
কি অদ্ভুত, তরুলতা, চারুলতা চলে
তৃনমূল আদলে,
আমি কেন পারিনা নিজেকে বদলাতে
সময়ের বাদলে ?
কি অদ্ভুত, দিনের বেলা সূর্যি মামা
রাতে, আকাশে তারা,
নিয়ম হয়ে চলছে,মানব সমাজ
শুধু আমি ছাড়া।
কি অদ্ভুত,সত্য বলার কর্ম যাদের
মিথ্যে বলছে  তারা,
ঘুষ কে হাদিয়া, বলে চালিয়ে দিচ্ছে যে
কিতাব,শাস্ত্র ছাড়া।
কি অদ্ভুত,সত্য মনে চাইছি যখন
কিছুই পাচ্ছি না,
তবু, সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে
আমিই পারছিনা!