* সুখ যদি হয়, প্রাপ্তির মাঝে রতন        
    আমি করবো"না থাকে,সমীপে যতন।    
    ত্যাগ যদি হয়,কান্নার মাঝে বেদনা  
    আমি বলবো নিঃস্বার্থে, ঐ"তুমি কেঁদনা।
    ত্যাগে ও আছে সুখ,সফলতার পুঁজি,    
    হেরে গেছো তাতে কি, জিতবে ত রুজি?
    মানুষ দেখো না তুমি,নিজেকেই দেখো  
    তাতে সুন্দরে করে খেলা,তা মনে রেখো।  
    বিকশিত মর্মে,আলাদা আলাদা দৃষ্টি,  
    একদিন চেষ্টা,কিছু ত করবে সৃষ্টি।    
    ইচ্ছার জাগ্রত পথে, মুক্তির আশ্বাস,
    আমার স্বপ্নে ভুল,তবু রাখি বিশ্বাস।
    প্রতিক্ষায় জীবন চলমান চলবে,        
    সময় ঝরা পথে,কিছু কথা বলবে।