* দিগন্তের পাড়ে চলেছি সীমাহীন        
   ভাই,আশার আলো তাই জাগলো বলে,
   কালো আঁধারে,কিশতি ভাসিয়ে দিলাম  
   এখনও কাঁপছি সত্য পথে চলে        
   ভাই,আশার আলো তাই,জাগলো বলে।
   আকাশের তারা ঐ সাক্ষী করে বলি        
   কত লীলা,আলো ফুটেছে তাহার কলি।
   ক্রন্দন ধ্বনিতে,আহাজারি করি,
   বিধাতার প্রেমেতে শির লুটিয়ে পড়ি
   জাগাও,জয় প্রভাত বান্দার দেশে,
   ভক্তিতে মজেছি প্রভু,সন্ন্যাসী বেশে।
   ভিখারি ফুকারির,ক্ষুধা মুখের ছবি
   পৃথিবীতে চলছে একি পায়তারা কবি?  
   মহাজনরা থাকছে,উঁচু দালানের চূড়ায়
   গরীব মন থাকছে,নিচু ফেলানের গুঁড়ায়
   গরীব প্রাণ কি নীরবে চিরকাল
   এভাবেই রবে ?
   এদের ভাগ্যদয় কি ফিরবে না প্রভু
   কোনদিন,আর ভবে?                                          
   মহা সত্য কথনের তফাৎটা যে
   চোখে পরছে না আজি,                                    
   ধন,প্রাচুর্য,আর লোভ লালসায়
   মানুষ ধরছে বাজি।                                    
   আজকাল পর্দার নারীরা চাই
   শরিয়ত ছাড়িয়া যাই                            
   অশ্লীলতায় দেশ মাতাইয়া
   ঘরে ফিরার ভয় নাই।                                            
   বলি হে প্রভু,দেখিতে চাই না কভু
   নাস্তিকের দুর্গতি,                                        
   আমি চাই আল্লা,বিশ্বাসী মিজানের পাল্লা প্রতি                                          
  হউক মনোনিবেশ,
  চির তোমারি আবেশ নূরে,
  যেনো,আযানে সুরে তোমাতে মালিক
  শির লুটাতে পারি ভোরে।                                    
  দিগন্তের পাড়ে চলেছি সীমাহীন,স্বাধীন
  কিশতি ভাসিয়ে ভাই,            
  প্রাণের সাগরে ভাসমান আমি বলি
  পরীক্ষিত,মিথ্যের জয় নাই!