* বলতে কি পারো হে জনতা
       মানুষ কাকে বলে?
যে নিজের পেঠে ক্ষুদা রেখে ও
        নীতির পথে চলে!
প্রকৃত অর্থে জগতময়ে পূর্ণরূপে
     মানুষ তাকে বলে।
বলতে কি পারো হে জনতা
   সংগ্রামী কাকে বলে?
যে ন্যায়,নিষ্ঠায় বলিষ্ঠ উচ্চারণে
আন্দোলনে সোচ্চার গড়ে তুলে
  প্রকৃত অর্থে সংগ্রামী তাকে বলে।      
বলতে কি পারো হে জনতা
      বিজ্ঞ কাকে বলে?
যে কর্ম দক্ষতায় বিচারের গুণ
সমপূরক অর্জন করতে চলে,
  জগতে বিজ্ঞ তাকে বলে।
বলতে কি পারো হে জনতা
     বিশ্বাসী কাকে বলে?
যে অন্যের উপর ভরপুর ভরসা রেখে
    সতত কর্মে নীতি ধর্মে
সমাজের কল্যাণকর কাজে চলে
     বিশ্বাসী তাকে বলে।
বলতে কি পারো হে জনতা
    বিপ্লবী কাকে বলে?
যে চেতনা বিমষে সোচ্ছার হয়ে
    জাগরণের পথে চলে,
    বিপ্লবী তাকে বলে।
বলতে কি পারো হে জনতা
     কবি কাকে বলে?
যে আঘাতে আঘাতে বিরহ কথা
সযত্নে কলমে লিখে চলে,
   নিশ্চয় কবি তাকে বলে।


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......