* কতজনে তোমারে সুধাই ভালবাসি রিয়া
     খুঁজি তারে আমি দেখিতে চাহিয়া  
       আমার লুণ্ঠিত প্রাণটি রে নিয়া        
         কতজনে করে চুলে রঙ                  
    আবার কতজনে করে ফ্যাশন!          
আর আমি হলাম রূক্ষ শুষ্ক বাবরি চুলে
       তিয়াসী তস্কর উন্মাদনায়,        
     তোমারে ব্যাকুল প্রাণটি দিয়া।          
কতজনে আসে তোমার সম্মুখে        
বিলাসীতা বেশে বাইকটি চেপে দিয়া      
কতজনে আসে তোমার বন্ধু সজ্জায়      
      হাতে গোলাপ ফুলটি নিয়া।              
তাই আমি আসি না গো তোমার সম্মুখে  
     লুকিয়ে কাগজের পাতাটা ভরি,      
কবিতায় তোমারে ভাসিয়ে দেয়      
       কল্পনার ঐ জগতে                        
  আর আমি বিরহ কাতরে মরি।            
তুমি ছিলে না কখনো কবি রাণী            
   হয়ে আমার বঞ্চিত এ অন্তরে,        
আমার মনের তৃষিত আকাশে              
    তুমি চিরকালব্যাপী রবে                  
     হয়ে মরু-কান্তার প্রান্তরে।        
তোমারে কতজনে সুধাই ভালবাসি রিয়া
      তুমি কাকে দিবে বলো মন,          
আমি তোমারে হারালে আকাশ বাতাস
      কম্পিত হবেই                                 হয়ে পাতা ঝরা, হৃদয় নামক বন।                      
তুমি কাহাকে দিবে স্নেহ-মেঘ-শ্যাম তোমার
      তুমি কাহাকে দিবে মন            
        বলো না কবি রাণী?