* কবিতার জন্য এই পথচলা
         কবিতার নাম আমি
  কবিতা এ দেহে মিশে থাকা প্রেম
       ভালবাসা বলে দামি।
কবিতার জন্য আজ বেঁচে আছি
        ভেতর বাহিরে টান,
  কবিতা আমার প্রাণের শিকড়
       স্রষ্টার দেয়া সে দান।
কবিতার জন্য আমার এ যাত্রা
       ত্যাগপত্র সুখ ধরে,
  জীবন চলার সংগ্রামী পথেয়
      এভাবেই যাবো মরে।  
কবিতা,জমানো কথা, স্বাধীনতা
       নারীর চেয়ে ও সুখ,  
কবিতা রেখে ভবে চলা যাই না
      যদি আসে পরলোক?
  সেটা অন্য কথা মরণের সাথ
      কবিতা রেখে যা চলে,
কবিতা সে অমরত্বে জয়লাভ  
      কবির চোখের জলে।


  * ১২ / ০৮ মাত্রায় অক্ষরবৃত্ত কবিতা
   **********----*********