* হে মানব যদি তোমরা কবিতার জন্ম
            দেখিতে চাও,                  
তাহলে রক্ত বিন্দু এক করো            
         নিঃশ্বাস বন্ধ করে                  
বিশ্বাস নির্ভর কোন এক রাতে।              
হে মানব যদি তোমরা ভালবাসাকে
    মূল্যায়ন করিতে শিখে থাকো        
তাহলে রক্তে দামে চেতনা লও        
         ঐক্যের হাতে হাতে।                    
         এই দেশ এই মাটি,                  
     বীর শহীদের রক্তে খাঁটি।                
         লাল সবুজের ভাঁজে,                
তাই সাহিত্যকে আঁকড়ে ধরো          
    বইয়ের পাতায় বই পড়ো          
          বুদ্ধিমত্তার কাজে।                  
কবি ও কবিতা ধ্যান ধারনায়            
      সাধনার অশ্রু সিক্ত,                    
বিনা মেঘে বজ্রপাত লাঞ্ছনায় সুত্রপাত
       চাঞ্চল্যকর অতিরিক্ত।                
হে মানব তোমরা কবিতাকে মনে প্রাণে
        ভালবাসতে শিখো।              


  ......মুহাম্মদ জে.এইচ (রপ্পি......