আমার কোনো ক্ষমতা নেই,
একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের
মাত্রা যোগ করার,
সকল ক্ষমতার মালিক,একমাত্র তিনি
ভৌত,অভৌত থেকে শুরু করে,
অণু পরমাণু ভুমন্ডল,ও আমাদেরকে
সৃষ্টি করেছেন যিনি
সকল ক্ষমতার মালিক,একমাত্র তিনি!
তিনি যখন হুকুম করেন
এ হৃদয়ে লাগে দুলা,  
কবির মনে জাগে প্রেম,হয় আবেগে মন ভুলা।
হৃদয় আবেগে ভাসে,
মুহুর্তেই,চিন্তাশক্তি আসে
ছন্দের তালে তালে,
তখন,কবিতার হয় সৃষ্টি,
কবির কোনো স্ব-ক্ষমতা নেই
যদি না আসে,মহান প্রভুর নৈকট্য হতে
রহমতের সেই বৃষ্টি।
কবি ও কবিতা,মাধূর্যে,
এক ভালোবাসার নাম
সুভাষিত,সৌন্দর্য,ও পবিত্র মননের
সেই দৃষ্টি
কবির কোনো স্ব-ক্ষমতা নেই,
যদি না আসে মহান প্রভুর নৈকট্য হতে
রহমতের সেই বৃষ্টি।
হৃদয় আবেগে ভাসে,মুহুর্তেই,চিন্তাশক্তি আসে
ছন্দের তালে তালে,তখন,কবিতার হয় সৃষ্টি।