*  সুখের বৃষ্টি চাইলে আমি
           দুখের বৃষ্টি আসে,
        আমার স্বপ্ন চূর্ণ হয়ে
         বানের জলে ভাসে।
     তবুও আমি হাল ছাড়েনি
        খোদার কথা ভেবে,
    পাথর চাপা কষ্ট রেখেও
       কথা বলি গো মেপে।
   সুখ আমি নাইবা পাবো
         দূনিয়ারি তরে,
  খোদার ভালবাসা যদি
      পেয়ে যাই ওপারে ?
খোদার ভালবাসার জন্য
      ছাড়বো জগত বাড়ি,
  খোদার রহম পেলেই আমি
        দিব দীর্ঘ পাড়ি।
  এ জগতে অবহেলা
     পেয়েছি আমি ভালো,
  আমার দিলের অন্ধকারে
     জাগাতে চাই আলো।
সীমাহীন যন্ত্রণা বুকটাই শুধু ভরে,
এই নয়নে এখন আর অশ্রু নাহি ঝরে।
     বর্ণ লেখা হয় যদি ভুল,
    খোদা তুমি গো করো মাফ,
সত্যের সাগরে দিব আমি
    তোমার রহম পেলেই ঝাঁপ।