* বিশ্বাসের কামে চিঠি দিলাম সেই গগনে
        যেখানটাতে,আরশ পেতে                  
       খোদা তুমি থাকো,                          
আজ হতাশগ্রস্ত আমি বিধ্বস্ত দুখের একালে
খোদা তোমার জ্যোতি মোর অন্তরে আজ
    দয়ার দানে রাখো।                              
তুমি আছো খোদা সপ্ত গগনে আরশ ক্ষণে    
    মানব হৃদের প্রেমের বনে                      
        বাজিয়ে প্রলয়ের ধ্বনি,                    
খোদা তুমি মোর জিবন ত্যাগে মৃত্যু জাগাও
নহেৎ আশার দিগন্তপ্রসারে ইচ্ছা লাগাও      
   যেন সত্য জয়ে ইন্দ্রের আগমনী।        
ন্যায়,নিষ্ঠা লয়ে বক্ষে আমার শির খাঁটি      
   আমি কাঁদিয়া ধরায়, মহিমা মাখি              
    হেন সৃষ্টিতে আমিই মাটি,                      
তবু বক্ষে আমার শির খাঁটি।                      
জানি আমি ত নই মহাপুরুষ সুরের টানে
   যশোদা, দুলালের বাঁশি,                          
শত ব্যথা লয়ে জাগাতে সত্য স্বীকার করি    
     পুষ্প উদ্যানে সহসায় আমি                  
      খোদার সৃষ্টি হাসি।                            
আজ পদে পদে পবিত্র রথে আমার বাধা-কুঞ্জর
    অতৃপ্ত বাসনায় প্রেম গুঞ্জর।                    
        ভস্ম বিভূতি নিয়া,                          
আমি চিত্ত চিতার শশ্মানের ছাই এ        
      বিসর্জনে ত্যাগ দিয়া।                          
খোদা আমি তোমার বক্ষের বাণীতে মগ্ন
       বিভোরে চোখ বুঝি,                      
তোমার দয়ায় করুণ মায়ায়, মুসলিম আমি
     মুসলমানের পরাণে                            
স্বর্গ সুখে, আমার দুখে মলিন হাসিতে          
     মানব কূলকেই ভালবাসিতে                            
মুক্তিদানে মিত্রময়ে শুধরানো পাপে                
    তাই ভুল খুঁজি গো ভুল খুঁজি।