মেয়ে আশার বৃক্ষে হেলান দিয়া
কোন একদিন ভেবে দেখিও
সেই দিনটা কখনো কি মনে পড়ে?
যেই দিন তোমাকে ভালবেসে
আমার জিবন উড়ে গেছে
শিমুলের তুলার মত,কালবৈশাখীর ঝড়ে
মেয়ে কখনো কি মনে পড়ে?
অব্যক্ত শরীর নিয়ে আশা আমার
আজ পঙ্গু হয়ে আছে ,
আমি ভালবাসা ছেয়েছি বিপ্লবী হয়ে
মিছিলের স্লোগানে,তোমারি হৃদয় কাছে।
সেদিন,তোমার অপেক্ষায় রয়েছি
শিশিরজলে সবুজের মাঠে
বাঁশের সেঁকোর ধার,
মেয়ে,যেদিন আসবে তুমি ভালবেসে
হতে আমার হৃদয় পাড়।
কিন্তু মেয়ে তোমার প্রেমে ছিল ধীর গতি
সূর্যালোকের মতন,
মেয়ে তুমি আলোকপুঞ্জে চরিতার্থ হয়ে
আমায় করোনি যতন,
গুনগুনিয়ে গান শুনিয়ে
তোমার মন যমুনার মতন।
অমৃতলোক ব্যক্তিপুরুষ আমি নই
অনর্গল তোমার প্রেমে মরে,
মেয়ে কখনো কি সেই কথাটা
তোমার মনে পড়ে।
থাক আজ আর আহ্লাদী হয়ে
মনে করার কোন প্রয়োজন নেই!