নিঃসঙ্গতা প্রিয় আধাঁরের ঘোর কাটিয়ে
হিমের আকাশে চাঁদ ওঠেছে        
জোস্নার আলো ঝড়াতে,              
বালিকা তোমারি আঙ্গিনায়।                
আর তুমি বলছো,দাগ কাটা ঐ চাঁদ        
তর নাকি কলঙ্ক আছে ?              
তবে তুমিও জেনে রাখো বালিকা            
কলঙ্ক সে তো তোমারি গলার অলঙ্কার    
শঙ্খ চুড়ি গৃহ বধূর অহংকারের মতন।
ঈর্ষা, ঐশ্বর্য তোমার একমাত্র আধিপত্য      
ওমৌলিক কাহিনী,                  
তবু তুমি কি বুঝাতে চাও বালিকা          
তুমি স্রষ্টার পরশে পবিত্র।            
তোমার কোন পাপ নেই,            
তাহলে লোকে কেন বলে
তুমিই চির পাপী?                    
বালিকা,এ কথা জানো কি তুমি,            
কথার ছলে কেউ হয় না বড়              
বড় হতে লাগে গুণ ?              
নারী সুষমায় লক্ষীতা হতে              
নম্রতাই বড় গুণ।                    
বালিকা,একথা তুমি না মানতে পারো        
বিশ্বাস না করো বন্ধন,                
তাতে ও আমার কিছু যাই আসে না      
আমি তোমাকে নিয়ে আর ভাবিনা      
ঝড়িয়ে অশ্রু ক্রন্দন।