প্রভু,হাত বাড়ালাম তোমার কাছে
ধৈর্য দাও আরও,
তুমি আমার মুক্তিদাতা,চিরধার্য
মুক্তি দাও আরও,
প্রভু,তুমি মালিক,তুমি মহান
তোমার সৃষ্টি আমি,
তুমি,ছাড়া কেহ নেই,আমার
দ্বিধাগ্রস্তে,কেনো থামি ?


প্রভু,আমি পাপী,অনুতাপী
তোমার সৃষ্টি তো আমি!
সহজ,সরল,জীবনবোধ লয়ে
দ্বিধাগ্রস্তে,কেনো থামি ?
প্রভু,তুমি অসীম,দয়ার সাগর
করে দাও আমায় মাফ,
তোমার ক্ষমা পেলে গো মালিক
কমবে আমার চাপ!
প্রভু,তুমি অসীম,দয়ার সাগর
করে দাও আমায় মাফ।