কর্মে প্রমাণ বহুগুণ
--------------------------------------


* জানি জলহস্তী জলের দানব
ভূমি হস্তি কি তবে,
নিশ্চয় মানুষে মানুষে দাঙ্গাফেসাদ
সবে ভূমিহস্তি দখলিত লোকেরাই হবে!
জানি পশুর রাজা সিংহ বটে
তবু বনের রাজা বাঘ,
বাহুর শক্তি কদিন থাকবে মানব
ধ্বংস লীলায় ধরণী মাঝে
তাই নিয়ন্ত্রনে আনিও রাগ?
যদি কুমির শেয়ালের বন্ধুর্থটা হবে
তবে শৃঙ্খলা বনের নষ্ট,
আদি, সরল, সতত মানব জগতবাসে
পাই রে.. অনেক কষ্ট।
হঠাৎ পাগলা ঘোড়াটা লাগাম ছাড়া
যদি আসে রে তেড়ে,
এদিক ওদিক না বুঝে সে তৎক্ষালীন
মনিবকে দিবে মেরে?
ঠিক তেমনি ছেলের হাতে হয় রে খুন
বাবা মায়ের দেহ,
দুচরিত্র মানুষ থেকে সহসায়
বাঁচতে পারে না কেহ।
আবার প্রভু থেকে ও বাঁচতে পারে না
দুচরিত্র মানুষ,
তাই সময় থাকিতে সুস্থ মাথায়
ঠিক করে নাও হুশ।
বেহুশ দশায় হয়ে রে.. কসাই
আজ স্বার্থহীনায় জাতী,
আফসোস পাপের ফসল করে উসল
মহাজনরা সুধের টাকায় হাতি।
বনের পশু বনের পাখি অকর্মে দিয়ে ফাঁকি
করে না অযথা খুন,
আজ মানুষ হতে তারাই দামি
কর্মে প্রমাণ বহুগুণ।


........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........