* অক্ষর নিংড়ানো হিজিবিঝি প্রেম লেখা
       আর ভালো লাগে না,              
      ভাষার কসম                              
যখন অজানা এক গন্তব্যের দিকে        
কলম হস্তে দিব্যি আমি লিখতে বসি      
তখনি কিরূপ করে যে প্রেম এসে        
  অক্ষরের সাথে মিশে একাকার হয়ে যায়
      তা আমি উপলদ্ধি করিতে পারিনা।
  দীর্ঘশ্বাস নিয়ে সেই প্রেম আমার      
       ধ্বংসের প্রান্তে হয়ে রয়          
       আদিগন্ত এক উপকূল,              
      রন্ধ্রের রক্তে সেই নাম              
একখণ্ড শর্তহীন দুরত্বের প্রেম জমিন।    
     তন্ময় চোখে বিস্ময় বলে                
রক্ত জবা ফুলে স্নান করে আমি ব্যক্তিস্বার্থে
ফের তৈরি করি ভালবাসার সেই স্রমাজ্ঞ ।
আভিলাষী মন আমার পাপ্য পায়নি আজও
  নির্মম ক্লেদে পারিজাতহীন কঠিন পাথরে
   ভাষাজ্ঞান ভাষ্যমতে মাথা টুকে টুকে।
   মেয়ের বুকে সামান্যতম ঠাঁই পেতে    
    আদৌ আমি নিশ্চুপ হয়ে থাকি        
      অনন্য প্রেমের বিরহ বিস্তারে      
    তৃষ্ণাকে ছোয় নিমজ্জিত রক্তপাতে।    
আমি মেয়ের অপসারিত তীব্র শোভন দেখেছি
   জোছনার আলোয় স্পর্শ কাতর রাতে।
অক্ষরের মিশ্রণে সেই বর্ণালী প্রেম আমার
       আজ কোথায় হারালো !              
    কেউ কি বলতে পারে অসময়?