* মানবতা আজ কোথা লুকালো
   দেখি সব ত টাকার মামুলি,
   ভাই ভাইদার আত্মীয় পরিজনদের মুখে
   শুনি খুব ত কথার বুলি।
   তর বিপদে আমরা আছি রে...
   প্রয়োজনে জীবনটা দিবো ঢেলে,
   বাস্তবতার জীবন নগরে পাশে আমার
   সময়ে কেউ কি তোমরা এলে ?
   যত বলো হে রসিক মানুষ
   আর বুঝতে যে বাকি নাই,
   টাকার কাছে আজ নীতি বাক্যটা
   পুড়ে হলো ছাই,
   আর বুঝতে বাকি নাই।
   তাই বলে কি আমি মুচড়ে যাবো
   আদর্শ দিবো ছেড়ে?
   অপশিক্ষায় আমি শিক্ষিত নই
   যেন মানবতাকে দিবো মেরে।
   আমি আছি প্রভু,কঠিন সমীক্ষায়
   তুমি করুণা মোরে করো,
   বক্ষস্থে পাজর,খুলিয়া নজর
   আমায় অগ্নিপুরুষ গড়ো।
   ভিক্ষালদ্ধে মিনতি করি,হে দয়াময়
   দাও গো মোরে সাহসী বজ্রকণ্ঠে
   ব্যাপক স্বাধীনতা,
   আমি ঐক্য,শান্তি,শৃঙ্খলে সদা
   ফিরিয়ে আনবো জয়
   একদিন,বিবেকের মানবতা।