হে পৃথিবীর নবাগত মানুষেরা
উপলব্ধিতে,
তুমি বা আমি,কে কতটুকু
হতে পেরেছি দামি ?
তোমার জীবন মহামূল্যবান
সেটা তোমার কাছে,
আমার জীবন,আমার সাথে
দেহে মিশে আছে।
উপলব্ধিতে,
ভেবে দেখা দরকার,কে কতটুকু
পূর্ণ করেছি চালু,
অনেক তো হয়েছে,আর কতকাল
তুমি,আমি,উড়াইবো পৃথিবীর বালু?
হঠাৎ,একদিন,আচমকায়
হবে মোদের মরণ,
এই কথাটি,তুমি বা আমি,দিনে
কতবার,করি স্মরণ ?
হে পৃথিবীর নবাগত মানুষেরা
হঠাৎ,একদিন,আচমকায়
হবে মোদের মরণ!