* বান্টু ধপাস, ধপাস ওহ্ পালা রে নান্টু
      নান্টু কহিল কোন শালারে বান্টু
  বান্টু কহিল আসছে তেড়ে বাবু মশাই
     নান্টু সে কি এমন, মস্ত কসাই।
চটাং চটাং কথা তার সাদা কালো গোফ
  বাগানের খুব কাছে রে এসেই গেছে
  বান্টু কহিল নান্টু এবার ত কর চুপ।
চুপিসারে নান্টু কহে হায় রে কপাল
         কি যে এখন করি,
বাগানের ঝোঁপে মশার কামড়ে
       কাতরে শুধুই মরি!
এবার বান্টু কহে আজ মিঠেছে
রাত দুপুরে লিচুর খাওয়ার সখ,
এমনি লিচু গুলি মিষ্টি ত নয় তিক্ত বটে
      সাথে বেমানান স্বাদে টক।
আজ মিঠেছে রাত দুপুরে লিচু খাওয়ার সখ?
  "এদিক" "ওদিক" টর্চের আলোতে
বাবু আসছে তেড়ে লিচু গড়ের দিকে,
নান্টু কহিল ওরে বান্টু আর কতক্ষণ
    ঝোপের মাঝে মশার সাথে
       থাকতে হবে যুদ্ধ করে টিকে।
প্রায় পঞ্চাশ মিনিট ঝোপের ভিতর
       এবার বাবু যাচ্ছে বাড়ি,
ওফ্ এবার খুব বাঁচা জোর বেঁচেই গেলাম
            অবশেষ চল রে,              
            পালাই তাড়াতাড়ি।


     -মুহাম্মদ জে.এইচ (রপ্পি)...