দীপ্ত আলোয় প্রদীপ জ্বেলে              
  পিছপা হব কেন ভাই                      
আকাশে উদিত শহীদের রক্ত ভানু              
  বলে বিসর্জন দিতে যাই!                
তাহা দেখে আমরা দৃঢ়তায় এগিয়ে যাবো
   বঙ্গে আদৌ সহসী বীর কি নাই?        
   মিথ্যের অগ্নি জ্বলছে পথে পথে        
   সত্যের উড়ে ছাই,                    
  তাহা দেখিয়া মোরা বসে থাকি কেন      
   বঙ্গে কি আদৌ বিপ্লবী জনতা নাই?
   মিছিল হবে আজ, প্রাচীর ভেদে        
   এসেছে বিপ্লবী নওজোয়ান,          
   অক্ষুণ্ণ হতে দিবে না কো,বাঙ্গলার ভূমি  
   মুজিব সৈন্যদলের আগুয়ান।          
   উচ্চ কণ্ঠের বলিয়ানে সোচ্চার          
   ছিলেন বাঙ্গালী জাতির পিতা,
সংগ্রামশক্তি ধরেছে শূণ্য থেকে            
   তবু এনেছে স্বাধীনতা।            
   আমরা হলাম সেই মুজিবের          
   সংগ্রামী সৈন্যদল,                  
   পিছপা হব না আগুয়ান পথে            
   রেখেছি উদ্যম শক্তিবল,              
আমরা চলিবোই চলিবো আর্দশে বলিয়ান    
   মুজিব সৈন্যদল।