অসুখে চলছে এ জীবন,তা স্রষ্টার নিয়ামত  
বক্ষে ব্যথাতুর যন্ত্রনায়,হচ্ছে বুঝি কেয়ামত।
দেহের সুখ,শান্তির লাগিয়া, বিজ্ঞ হেকিম খুঁজি  
নিজ সেবাযত্নে, সহন ত্যাগীয়া, সবুরে স্রষ্টারে বুঝি!
  হে মোর স্রষ্টা মুক্তির বন্ধনে তোমায় করি ভক্তি
  নিরালস্য প্রাণে শয্যায় আকুতি,তুমি দাও মোরে শক্তি।
  হে মোর স্রষ্টা তুমিই উদার যুগ-যুগান্তে যাপি,
হিম্মৎ আছে কার, নেইতো আমার আমিই পাপী?  
হে মোর স্রষ্টা তুমি ক্ষমা করো মোরে, এ পরীক্ষায়  
জীবনের অগ্রযাত্রায় বিদ্রোহী আমি, সমীক্ষায়।
হে মোর স্রষ্টা ফাঁসির মঞ্চে ও বলবো আমি ত্রাণ,  
বাঁচিতে চাহি না অসত্যের মাঝে দিচ্ছি প্রতিদান।
হে মোর স্রষ্টা তুমি মোরে পথ দেখাও সত্যে
একদিন হাসিতে হাসিতে মরিবো আমি বীরত্বে
  হে মোর স্রষ্টা তুমি মোরে করুণা করো, মর্মে আজি,
  কবুল করো আকুতি, কর্মে হয়ে যাও তুমি রাজী।    
অসুখে চলছে এ জীবন তা তোমারি নিয়ামত
  বক্ষে ব্যথাতুর যন্ত্রনায়, হচ্ছে বুঝি কেয়ামত।  
হে মোর প্রাণপন স্রষ্টা তুমি আজি পথ দেখাও!