*মোমবাতি সর্ব ঢেলে প্রগাঢ় আলো ছড়ায়
      চার দেয়াল তার চারপাশে
      অন্ধকারের দূরবিন্দুটা ঘোচাতে,
কিন্তুু তার নিচের তলদেশে              
         কখনো কি সে,            
        আলো দিতে সক্ষম ?
প্রশ্নের উত্তরে একটাই শব্দ আসবে, না।
      তবে মোমবাতি চারপাশের
আধাঁর ঘোচাতে কাজে আসলে ও
নিজের তলদেশের আঁধারিয়া ঘোচাতে    
   তার নিজ কোন স্ব-ক্ষমতাই নাই।
ঠিক তেমন ধারায় আমি মানবের কল্যাণে
        সর্বদা থাকা সত্ত্বেও
আমার কল্যাণে কেহ আসে না।
    আমি আমার সবটুকু প্রেম
বিলিয়ে দেওয়ার পরও
     রিয়া আমায়
আজও ভালোবাসে না।
আজ স্রষ্টার লীলা দেখি অপলক দৃষ্টিতে
    মোমবাতি তার আলো দিয়ে
   চারপাশের সব আঁধার ঘোচাতে
        ব্যাস্ত থাকা স্বত্ত্বে ও
তার তলদেশে কোন আলো আসে না,        
ঠিক তেমনি স্বহৃদয়ে মানবকূলকেই      
      ভালবাসা পরও মনে হয়
        জগতের ভরপুর মানব,
কেউ আমাকে আদৌ ভালোবাসে না।
তাই উপলদ্ধি করে আমি পেলোম
  মোমবাতি আর আমার জিবন            
       একই তালে সাদৃশ্য।


     ...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....