মন ভালো নেই,এই মন আর ভালো হবেনা
কেননা,এই মনের মালিক তা শিকল দিয়ে
বেঁধে রেখেছে জীবনভর।
মনের মালিক যদি,এই শিকল না খুলে দেয়
কেমন করে এই মন ভালো হবে?
প্রার্থিব সৌন্দর্য যতই মুগ্ধ করুক
আকাশ হতে যতই বৃষ্টি পড়ুক
এই মন ভালো হবে না,ভালো হবে না ততক্ষণ
মনের মালিক,শিকল খুলে না দিবে যতক্ষণ।
এই মন ভালো হবে না,ভালো হবে না ততক্ষণ
মন ভালো নেই,অসময় এসেছে দুয়ারে
কতকাল হয়ে গেছে
ডুব সাতার দেয়না,
উপচে পড়া সেই,সুখের তীব্র জোয়ারে।
মালিক আমার কখন জানি
খুলবে সুখের তালা,
মন ভালো নেই,মন ভালো নেই
কি যে অন্তর জ্বালা।
মালিক আমার কখন জানি
খুলবে সুখের তালা?